PDF মমতাদি গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর বাংলা ১ম পত্র

মমতাদি গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর এই পোস্টে দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনুশীলন করার মাধ্যমে সৃজনশীল প্রশ্নের খ নাম্বার সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। বিভিন্ন বোর্ড প্রশ্নে এই রকম প্রশ্ন গুলো দেওয়া থাকে। পোস্টের নিচের দিকে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ ফাইলে দেওয়া হয়েছে। তাই যারা যারা প্রশ্ন গুলো পড়তে চান অথবা পিডিএফ সংগ্রহ করতে চান তারা আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।

মমতাদি গল্পের অনুধাবন প্রশ্ন

১। লেখক পুলকিত হয়েছিলেন কেন?
উত্তর : মমতাদির স্বামীর চাকরি হয়েছে শুনে লেখক পুলকিত হয়েছিলেন।
‘মমতাদি’ গল্পের মমতাদি ভালাে ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও অভাবে পড়ে লেখকদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ নিয়েছিল। কারণ, তার স্বামীর কোনাে চাকরি ছিল না। ফলে মমতাদির সংসার চলত না। তাই বাধ্য হয়ে মমতাদি লেখকদের বাড়িতে কাজ করতে এসেছিল। একদিন তার মুখে ইংরেজি মাসের পয়লা থেকে স্বামীর চাকরি হয়েছে শুনে লেখক পুলকিত হয়েছিলেন। কারণ স্বামীর চাকরি হলে মমতাদি সুখে-স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে।

২। তােকে খুব ভালােবাসবে- মার এ মন্তব্যের কারণ কী?

উত্তর : তােকে খুব ভালােবাসবে- মার এ মন্তব্যের কারণ মমতাদির মাতৃ হৃদয়ের প্রতি আস্থা এবং খােকাকে সান্ত্বনা দান।
প্রথম দেখাতেই স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদিকে পছন্দ করেছিল। তার আচরণ, স্নেহ-মমতা তার শিশুমনে দারুণ প্রভাব ফেলে। মমতাদির সঙ্গে দ্রুত ভাব জমানাের জন্য সে তাকে রান্নাঘর দেখাতে চায়। কিন্তু মমতাদির তখন অন্য একটা তাড়া ছিল বলে তাকে কাল দেখব বলে চলে যায়। প্রিয় মানুষের মুখে এ কথা শুনে ছেলেটি মনঃক্ষুন্ন হয়। ছেলেটির মন ভালাে করার জন্য তখন তার মা তাকে প্রশ্নোক্ত কথাটি বলেন।

৩। লেখকের মা কেন মমতাদিকে কাজ ছাড়তে বললেন?

উত্তর : লেখকের মা আন্তরিকতার কারণেই মমতাদিকে কাজ ছাড়তে বলেন।
মমতাদি ভদ্রঘরের সন্তান। তার আত্মসম্মানবােধ আছে। সংসারের দৈন্যের কারণেই মমতাদি অন্য লােকের বাসায় কাজ করতে থেকে মমতাদির স্বামীর চাকরি হয়েছে। এখন তাহলে মমতাদিকে এসেছে। হঠাৎ লেখকের মা শুনলেন যে, ইংরেজি মাসের পয়লা উপার্জনের জন্য কষ্ট করতে হবে না। তাছাড়া তাদেরও কোনো অসুবিধা হবে না। এজন্যই লেখকের মা মমতাদিকে কাজ ছাড়তে বলেছেন।

৪। ‘মমতাদি’ কীভাবে তার সঙ্কোচকে জয় করে ফেলল?

উত্তর : মমতাদি প্রাণপণ চেষ্টায় তার সংকোচকে জয় করে ফেলল।
শীতের এক সকালে মমতাদি লেখকের মায়ের কাছে কাজের জন্য। আসেন। রান্নার লােক রাখবে কিনা সেটা জানতে চেয়ে বলেন যে, তিনি ছােট ছেলেমেয়েও রাখবেন। আবেদনটি ছিল নিঃসংকোচ। কিন্তু তার কণ্ঠস্বরে বােঝা গেল সংকোচ জয় করে ফেলেছে। কারণ তার কাছে তখন আত্মসম্মানের চেয়ে জীবন সংসারের প্রয়ােজনটাই বড় হয়ে উঠেছিল।

মমতাদি গল্পের অনুধাবন প্রশ্ন

৫। বেদনায় কেন মমতাদির মুখ কালাে হয়ে গিয়েছিল? ব্যাখ্যা কর।

উত্তর : ফুলপড়ুয়া ছেলেটি মমতাদির গালে তিনটে দাগ দেখে তার না কারণ জানতে চাইলে বেদনায় মমতাদির মুখ কালাে হয়ে গেল।
স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদিকে বড় বােনের মতাে ভালােবাসত। মমতাদিও তাকে ছােট ভাইয়ের মতাে স্নেহ করত। একদিন তার গালে তিনটে দাগ দেখে স্কুলপড়ুয়া ছেলেটি তার কারণ জিজ্ঞাসা করে। জবাবে মমতাদি মশা মারতে গিয়ে চড় লাগার কথা বলে উত্তর পাশ কাটাতে চায়। ছেলেটি তা বিশ্বাস করে না। প্রথমে হাসতে মর্যাদাসম্পন্ন থাকা মমতাদির মুখ ক্ৰমে কালাে হয়ে যেতে থাকে। ছেলেটি অন্যের বুঝতে পারে কেউ তাকে মেরেছে। মমতাদি তা স্বীকার করতে থাকলেও পারে না। তখন বেদনায় তার মুখ কালাে হয়ে যায়।

৬. মমতাদির বরের চাকরির জন্য ছোট ছেলেটি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল কেন?

উত্তর : বরের চাকরি নেই বলে মমতাদি ভদ্র ঘরের মেয়ে হয়েও গৃহকর্মীর কাজ করছে ভেবে ছোট ছেলেটি তাঁর বরের চাকরির জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। মমতাদি একান্ত বাধ্য হয়েই গৃহকর্মীর কাজ করেন। কেননা তাঁর স্বামী চার মাস ধরে বেকার। মমতাদির এই দুর্গতির কথা ছোট ছেলেটিও জানত। ছেলেটির সাথে মমতাদির একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এজন্য ছেলেটি মনেপ্রাণে চায় মমতাদির বরের বেকারত্ব যেন দ্রুতই ঘুচে যায়।

৭। “সে সম্মানের আগাগােড়া করুণা, দয়ামাখা ছিল, সেটা বােধহয় তার সইল না” – ব্যাখা কর?

উত্তর : স্কুলপড়ুয়া ছেলেটিকে স্নেহ করা প্রসঙ্গে ছেলেটির মা মমতাদিকে যে কথা বলেছিলেন সে সম্পর্কে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদির সঙ্গে খুব সহজেই মিশে যায়। মমতাদিও তাকে ছােট ভাইয়ের মতাে আদর করত, গল্প শােনাত। ঐ ছেলেটির মা এই বিষয়টি জেনে ফেলায় মমতাদি ভয় পায়। কারণ এই স্নেহের সম্পর্ক দেখে ছেলেটির মা রাগ করতে পারেন। কিন্তু তা হলাে না, বরং ছেলেটির মা হাসলেন এবং তাকে বললেন যে ছেলেটি খুব দুষ্টু; পরে তারই বিপদ হবে। এভাবে যে সম্মান ছেলেটির মা মমতাদিকে দিলেন তা পেয়ে মমতাদির চোখ জলল ভরে উঠল।

৮।  মমতাদির ওপর ছোট ছেলেটি ক্ষুব্ধ হলো কেন?

উত্তর : মমতাদির সাথে ভাব করতে গিয়ে উপেক্ষিত হওয়ায় ছোট ছেলেটি মমতাদির ওপর ক্ষুব্ধ হলো। মমতাদি রান্নার কাজ করতে এসে কাজগুলোকেই আপন করে নিয়েছিলেন। তিনি নীরবে নতমুখে সকল কাজ সম্পন্ন করেন। নতুন জায়গায় এলে প্রথম দিকে বাড়ির কারো সাথে তিনি মিশতে পারলেন না। গৃহকর্মী হলেও তাঁর আলাদা ব্যক্তিত্ব ছিল। তাই ছোট ছেলেটি ভাব জমাতে গিয়ে সফল হয় না। বেশ কয়েকবার রান্নাঘরে গিয়ে দাঁড়ালেও মমতাদি ছেলেটিকে উপেক্ষা করেন। তাই ছেলেটি মমতাদির ওপর ক্ষুব্ধ হলো।

মমতাদি প্রবন্ধের অনুধাবন প্রশ্নের উত্তর

৯। ‘প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। এ কথাবলার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : মমতাদি সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও অভাবের কারণে মমতাদিকে অন্যের বাড়িতে কাজের সন্ধানে যেতে হয়। তার মনে সংকোচ থাকলেও সে তা মুছে ফেলে। কারণ মর্যাদাবােধের চেয়ে প্রয়ােজনটাই তখন তার কাছে বড় হয়ে ওঠে। ফলে স্কুলপড়ুয়া ছেলেটির বাড়িতে যখন সে কাজ চাইতে আসে তখন তার কথায় কোনাে জড়তা বা সংকোচ ছিল না। তার কথা শুনে অনুমান করা গেছে যে, সংকোচকে সে প্রবল চেষ্টায় জয় করে নিয়েছে।

১০।  মমতাদি লেখকের বাড়িতে কাজ নিয়েছিল কেন বুঝিয়ে লেখো।

উত্তর : সংসারে দারিদ্র্যের কারণে মমতাদি লেখকের বাড়িতে কাজ নিয়েছিলো। মমতাদি একজন মর্যাদাসম্পন্ন ঘরের নারী। কিন্তু সংসারে প্রচণ্ড অভাবের কারণে তাকে পর্দা ঠেলে বাইরে আসতে হয়েছে। তার স্বামীর চার মাস ধরে চাকরি নেই। ঘরে খাবার নেই। তীব্র অভাবে বাধ্য হয়ে মমতাদি বাইরে এসেছে এবং কাজ খুঁজতে বেরিয়েছে। আর এই প্রেক্ষাপটেই তিনি লেখকের বাড়িতে কাজ নিয়েছেন।

 ১১। মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটিকে বাইরে রােয়াকে বসাল কেন? 

উত্তর : নিজ বাড়ির মলিনতা, আসবাবপত্র ও আলাে-বাতাসের অপ্রতুলতার জন্য মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটিকে রােয়াকে বসাল।
মমতাদি যে বাড়িতে কাজ নিয়েছে সেই বাড়ির স্কুলপড়ুয়া ছেলেটি স্কুল থেকে ফেরার পথে মমতাদির সঙ্গে দেখা হলে জোর করে তার বাড়ি যায়। অনিচ্ছাসত্ত্বেও মমতাদি তাকে বাড়ি নিয়ে যায় এবং লজ্জায় প্রথমে সে সংকুচিত হয়ে পড়ে। পরে সে ছেলেটিকে বাইরে রােয়াকে বসতে দেয়।

১২। মমতাদি ভাঁড়ার ঘরে ছোট ছেলেটিকে রসগোল্লা ও সন্দেশ খেতে বাধা দিলেন কেন?

উত্তর : অতিরিক্ত খাওয়ার ফলে অসুখ হবে ভেবে মমতাদি ভাঁড়ার ঘরে ছোট ছেলেটিকে রসগোল্লা ও সন্দেশ খেতে বাধা দিলেন। ‘মমতাদি’ গল্পে বাড়িতে অনেক সন্দেশ ও রসগোল্লা নিয়ে বাড়িতে কুটুম আসে। ভাঁড়ার ঘরে গিয়ে বাড়ির ছোট ছেলেটি সেই রসগোল্লা ও সন্দেশ অনবরত মুখে পুরে চলে। মমতাদি এটি দরজার পাশ থেকে দেখে বাধা দেন। কেননা মাত্রাতিরিক্ত মিষ্টি খেলে ছেলেটির পেট খারাপ করতে পারে। এজন্য মমতাদি বাদ সাধেন।

১৩। মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন? 

উত্তর : আশাতিরিক্ত মাইনে নির্ধারণ করায় মাইনের কথা জেনে মমতার দুচোখ কৃতজ্ঞতায় সজল হয়ে উঠল। মমতা অভাবের তাড়নায় পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। তার স্বামীর চার মাস ধরে চাকরি নেই। তাই সে গৃহকর্মীর কাজ নেয়। সে এই কাজ করতে গিয়ে সর্বোচ্চ বারো টাকার মতো বেতন আশা করেছিল। কিন্তু গৃহকর্ত্রী পনেরো টাকা বেতন নির্ধারণ করেন। এ কারণে কৃতজ্ঞাতায় মমতার দুচোখ সজল হয়ে উঠল।

মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১. সাতাশ নম্বর বাড়িটি কয় তলা?
উত্তর : সাতাশ নম্বর বাড়িটি দোতলা।

২. মমতাদির স্বামীর কয় মাস ধরে চাকরি নেই?
উত্তর : মমতাদির স্বামীর চাকরি নেই চারমাস।

৩. মমতাদির কত টাকা মাইনে ঠিক হলো?
উত্তর : মমতাদির পনেরো টাকা মাইনে ঠিক হলো।

৪. জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে কে কমলালেবু কিনেছিলেন?
উত্তর : জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে মমতাদি কমলালেবু কিনেছিলেন।

৫. মমতাদির বাড়িতে চটের বেড়া দিয়ে কী তৈরি করা হয়েছে?
উত্তর : মমতাদির বাড়িতে চটের বেড়া দিয়ে অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে।

৬. মমতাদি ছোট ছেলেটিকে কোন ঘরে নিয়ে গিয়ে টুলে বসাল?
উত্তর : মমতাদি ছোট ছেলেটিকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসাল।

৭. ‘মমতাদি’ গল্পে ছোট ছেলেটি কার চুলে বেণী পাকাবার চেষ্টা করে?
উত্তর : ‘মমতাদি’ গল্পে ছোট ছেলেটি মমতাদির চুলে বেণী পাকাবার চেষ্টা করে।

৮. কবে থেকে মমতাদির বরের চাকরি হয়েছে?
উত্তর : ইংরেজি মাসের পয়লা থেকে মমতাদির বরের চাকরি হয়েছে।

৯. মমতাদি কোথায় থাকে?
উত্তর : জীবনময়ের গলির সাতাশ নম্বর বাড়ির এক তলায়।

১০. মমতাদির কপালের ক্ষতচিহ্ন কেমন ছিল?
উত্তর : মমতাদির কপালের ক্ষতচিহ্ন ছিল আন্দাজ করে পরা টিপের মতাে।

১১. মমতাদি কোথায় থাকেন?
উত্তর : মমতাদি জীবনময়ের গলিতে থাকেন।

১২. স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদিকে প্রথমে কী বলে ডেকেছিল?
উত্তর : স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদিকে প্রথমে বামুনদি বলে ডেকেছিল।

১৩. বাড়িতে কুটুমরা কী নিয়ে এসেছিল?
উত্তর : বাড়িতে কুটুমরা একগাদা রসগােল্লা আর সন্দেশ নিয়ে এসেছিল।

১৪. মমতাদির কী দেখে সকলে খুশি হলো?
উত্তর : মমতাদির কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে খুশি হলো।

১৫. গৃহকর্মে মমতাদির মাইনে কত টাকা ঠিক হয়েছিল?
উত্তর : গৃহকর্মে মমতাদির মাইনে পনেরাে টাকা ঠিক হয়েছিল।

১৬. মমতাদির কয় বছর বয়সী একটি ছেলে রয়েছে?
উত্তর : মমতাদির পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

১৭. মমতাদির বাড়িতে ছোট ছেলেটি কয়টি কমলালেবু খেল?
উত্তর : মমতাদির বাড়িতে ছোট ছেলেটি দুটি কমলালেবু খেল।

শেষ কথা

আশা করছি  এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এখান থেকে মমতাদি গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। শিক্ষা সংক্রান্ত এই রকম আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। নবম-দশম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন উত্তর এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ- এস এস সি

PDF মমতাদি গল্পের MCQ। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর- PDF

মমতাদি-মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা গল্প নবম-দশম শ্রেণি

বাঁধ গল্প – জহির রায়হান। নবম-দশম শ্রেণি বাংলা ১ম পত্র

উদ্যম ও পরিশ্রম সৃজনশীল প্রশ্ন উত্তর বাংলা ১ম পত্র এস এস সি