পয়লা বৈশাখ গল্পের mcq প্রশ্ন উত্তর পিডিএফ- এস এস সি

পয়লা বৈশাখ গল্পের mcq প্রশ্ন উত্তর এই পোস্টে দেওয়া আছে। পয়লা বৈশাখ নবম-দশম শ্রেণির একটি গল্পও। এই গল্পের অনেক ধরনের mcq প্রশ্ন রয়েছে। এই পোস্টে সেই সকল বহুনির্বাচনি প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো শেয়ার করেছি। এই প্রশ্ন গুলো অনুশীলন করার মাধ্যমে বোর্ড প্রশ্নের mcq সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। নিচে থেকে পয়লা বৈশাখ গল্পের mcq প্রশ্ন ও উত্তর পরেনিন অথবা পিডিএফ সংগ্রহ করুন।

পয়লা বৈশাখ গল্পের mcq

১. কবীর চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৩
খ. ১৯২৩
গ. ১৯৩৩
ঘ. ১৯২০

উত্তরঃ খ

২. কবীর চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লা
খ. ময়মনসিংহ
গ. ব্রাহ্মণবাড়িয়া
ঘ. রাজবাড়ী

উত্তরঃ গ

৩. কবীর চৌধুরীর পিতার নাম কী?
ক. আবদুল হালিম চৌধুরী
খ. আফজাল বারী
গ. জগলুল পাশা
ঘ. জহিরুদ্দীন চৌধুরী

উত্তরঃ ক

৪. কবীর চৌধুরী কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন?
ক. ১৯৪৩
খ. ১৯৪৫
গ. ১৯৪৬
ঘ. ১৯৪৮

উত্তরঃ ক

৫. কবীর চৌধুরী কত সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
ক. ১৯৪৫
খ. ১৯৪৪
গ. ১৯৪০
ঘ. ১৯৪৬

উত্তরঃ খ

৬. কবীর চৌধুরীর মায়ের নাম কী?
ক. শরীফা বেগম
খ. আফিয়া বেগম
গ. নাসরীন বেগম
ঘ. সুরাইয়া বেগম

উত্তরঃ খ

৭. কবীর চৌধুরী কত সালে প্রবেশিকা পাস করেন?
ক. ১৯৩৮
খ. ১৯৪২
গ. ১৯৪০
ঘ. ১৯৪৫

উত্তরঃ ক

৮. কবীর চৌধুরী কী উপাধিতে ভূষিত হন?
ক. জাতীয় অধ্যাপক
খ. শ্রেষ্ঠ শিক্ষাবিদ
গ. সমাজ চিন্তাবিদ
ঘ. মহান দার্শনিক

উত্তরঃ ক

৯. কবীর চৌধুরী কী হিসেবে খ্যাতি অর্জন করেন?
ক. নাগরিক প্রতিনিধি
খ. পেশাজীবী প্রতিনিধি
গ. শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক
ঘ. অধ্যাপক ও সুবক্তা

উত্তরঃ গ

১০. কবীর চৌধুরী কোন স্কুল থেকে প্রবেশিকা পাস করেন?
ক. রেসিডেনসিয়াল মডেল স্কুল
খ. শেরে বাংলা উচ্চ বিদ্যালয়
গ. ঢাকা কলেজিয়েট স্কুল
ঘ. ঢাকা মুসলিম উচ্চ বিদ্যালয়

উত্তরঃ গ

১১. কবীর চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ. যাদবপুর বিশ্ববিদ্যালয়

উত্তরঃ খ

১২. কবীর চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন?
ক. ক্যালিফোর্নিয়া ও মিনেসোটা বিশ্ববিদ্যালয়
খ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
গ. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ঘ. আলীগড় বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ক

১৩. কবির চৌধুরী কী হিসেবে অবসর গ্রহণ করেন?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে

উত্তরঃ ঘ

১৪. ‘রিং আউট দি ওল্ড রিং ইন দি নিউ,’ কবিতাটি কোন কবির লেখা?
ক. কীটস
খ. টেনিসন
গ. বায়রন
ঘ. মিল্টন

উত্তরঃ খ

১৫. টেনিসনের সাথে রবীন্দ্রনাথের কোন রচনার মিল লক্ষ করা যায়?
ক. বরিষ ধরা মাঝে শান্তির কবি
খ. মরিতে চাইনা আমি সুন্দর ভুবনে
গ. এসো, এসো, এসো হে বৈশাখ
ঘ. তুমি সন্ধ্যার মেঘমালা

উত্তরঃ গ

১৬. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ কার লেখা গ্রন্থ?
ক. সৈয়দ শামসুল হক
খ. হুমায়ুন আজাদ
গ. কবীর চৌধুরী
ঘ. জাহানারা ইমাম

উত্তরঃ গ

১৭. কবীর চৌধুরী কত সালে মৃত্যুবরণ?
ক. ২০০৮
খ. ২০১১
গ. ২০১৩
ঘ. ২০১৫

উত্তরঃ খ

১৮. ‘পয়লা বৈশাখ’ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক. বাংলাদেশের উৎসব: নববর্ষ
খ. আমাদের সংস্কৃতি
গ. নববর্ষ কী ও কেন
ঘ. বাঙালির প্রাণের উৎসব

উত্তরঃ ক

১৯. ‘পয়লা বৈশাখ’ রচনাটি কার লেখা?
ক. হুমায়ুন আজাদ খ. আনিসুজ্জামান
গ. আহমদ ছফা
ঘ. কবীর চৌধুরী

উত্তরঃ ঘ

২০. কবীর চৌধুরীর কর্মজীবন শেষ হয় কীভাবে?
ক. সাহিত্যচর্চা করে
খ. চাকরি ও অধ্যাপনা করে
গ. গবেষণা করে
ঘ. সামাজিক কাজ করে

উত্তরঃ খ

পয়লা বৈশাখ গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

২১. উদ্ধৃতাংশে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে বিধৃত দিকটি হলো –
ক. বাংলাদেশি জাতীয়তা
খ. বাঙালি জাতীয়তা
গ. অসাম্প্রদায়িকতা
ঘ. কল্যাণ

উত্তরঃ গ

২২. বাঙালির জীবনে অন্যান্য দিনের তুলনায় গৌরবমণ্ডিত হয়ে ওঠে কোন দিন?
ক. জন্মাষ্টমী
খ. ভাষা দিবস
গ. বিজয় দিবস
ঘ. পয়লা বৈশাখ

উত্তরঃ ঘ

২৩. বাঙালির অন্যতম জাতীয় উৎস কোনটি?
ক. ঈদ
খ. পয়লা বৈশাখ
গ. দুর্গাপূজা
ঘ. শবেবরাত

উত্তরঃ খ

২৪. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?
ক. আবুল ফজল
খ. তানসেন
গ. বীরবল
ঘ. ফেরদৌসি

উত্তরঃ ক

২৫. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কখন রচিত হয়?
ক. সাড়ে তিনশত বছর আগে
খ. চারশত বছর আগে
গ. সাড়ে চার শত বছর আগে
ঘ. পাঁচশত বছর আগে

উত্তরঃ ক

২৬. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে নবববর্ষকে কী বলা হয়েছে?
ক. পয়লা বৈশাখ
খ. নওরোজ
গ. নিউ ইয়ার
ঘ. হালখাতা

উত্তরঃ খ

২৭. প্রাচীন সমাজে নববর্ষের উৎসবে মানুষ কীভাবে যোগ দিত?
ক. উৎসাহের সাথে
খ. বাধ্য হয়ে
গ. পারিবারিকভাবে
ঘ. বিষণ্ণ মনে

উত্তরঃ ক

২৮. ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় কত সালে?
ক. ১৯৫২
খ. ১৯৪৭
গ. ১৯৪৮
ঘ. ১৯৫০

উত্তরঃ খ

২৯. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন?
ক. নওরোজ
খ. জাতীয় উৎসব
গ. অনন্য উৎসব
ঘ. বর্ষবরণ উৎসব

উত্তরঃ ক

৩০. এদেশের মানুষের মনে জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে কখন?
ক. ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে
খ. উনবিংশ শতাব্দীর মাঝামাঝি
গ. বিংশ শতাব্দীর শুরুতে
ঘ. বিংশ শতাব্দীর শেষে

উত্তরঃ ক

৩১. বাঙালির সাথে জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে কীভাবে?
ক. নববর্ষ পালনের মধ্য দিয়ে
খ. হালখাতা অনুষ্ঠানের মধ্য দিয়ে
গ. নবান্ন উৎসবের মধ্য দিয়ে
ঘ. মেলায় যাওয়ার মধ্য দিয়ে

উত্তরঃ ক

৩২. নববর্ষ উদ্যাপনের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে?
ক. উগ্র জাতীয়তা
খ. ঐক্যবোধ
গ. বহুমুখী ভাবনা
ঘ. সাংস্কৃতিক ভিন্নতা

উত্তরঃ ২

৩৩. পূর্ব পাকিস্তানে নববর্ষ উদ্যাপনকে পাকিস্তানি শাসকবর্গ কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছে?
ক. ইতিবাচক
খ. উৎসাহব্যঞ্জক
গ. ন্যক্কারজনক
ঘ. নির্লিপ্ত

উত্তরঃ গ

পয়লা বৈশাখ বাংলা গল্প mcq

৩৪. কালের যাত্রাপথ ধরে নববর্ষের কিসের পালাবদল ঘটেছে?
ক. নামের
খ. উৎসবের তারিখের
গ. উদ্যাপন রীতির
ঘ. জাতিগত বৈচিত্র্যের

উত্তরঃ গ

৩৫. আমাদের দেশে নববর্ষ উদযাপন রীতিতে পরিবর্তন এসেছে কোন কারণে?
ক. ঐতিহ্যের পালাবদলে
খ. সময়ের পরিবর্তনে
গ. মানুষের চিন্তার পরিবর্তনে
ঘ. অর্থনৈতিক সমৃদ্ধির কারণে

উত্তরঃ খ

৩৬. প্রাচীন কৃষি সমাজে কিসের পর নবজীবনের আবির্ভাবে বাংলা নববর্ষ উদ্যাপন করা হতো?
ক. বসন্তের পরে
খ. হেমন্তের পরে
গ. বর্ষার পরে
ঘ. শীতকালীন নির্জীবতার পরে

উত্তরঃ ঘ

৩৭. এক সময় কারা নববর্ষের উৎসবে সোৎসাহে যোগ দিত?
ক. খ্রিষ্টানরা
খ. হিন্দুরা
গ. মুসলিমরা
ঘ. বাংলার সব মানুষ

উত্তরঃ ঘ

৩৮. কবে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশের শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল?
ক. আঠারো শতকের প্রমে
খ. আঠারো শতকের শেষে
গ. ঊনবিংশ শতাব্দীর প্র মে
ঘ. ঊনবিংশ শতাব্দীর শেষে

উত্তরঃ ঘ

৩৯. ইংরেজ শাসনামলে নববর্ষ পালনের মধ্যে কাদের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে?
ক. শোষিত ও পরশাসিতদের
খ. শাসিত ও শোষিতদের
গ. রাজা ও প্রজাদের
ঘ. সর্বস্তরের মানুষের

উত্তরঃ ক

৪০. ‘গুলজারের পরিবারের ওপর জাবেদ মেম্বার প্রভাব বিস্তার করতে চায়’ এটি ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. জাতীয়তাবাদ
খ. সাম্প্রদায়িকতা
গ. সাম্রাজ্যবাদ
ঘ. সহিংসবাদ

উত্তরঃ গ

৪১. কখন বাংলা নববর্ষ উদযাপনের সঙ্গে সাম্রাজ্যবাদবিরোধী চেতনা যুক্ত হয়েছিল?
ক. ঊনবিংশ শতাব্দীর প্র মার্ধে
খ. ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে
গ . বিংশ শতাব্দীর প্র মার্ধে
ঘ. বিংশ শতাব্দীর শেষার্ধে

উত্তরঃ গ

৪২. কৃষি সমাজের সঙ্গে নববর্ষের যোগসূত্র ছিল কেন?
ক. কৃষকরা বাঙালি সংস্কৃতির ধারক ছিল বলে
খ. কৃষকরা নববর্ষের দিনে ফসল তুলত বলে
গ . কৃষিভিত্তিক অর্থনীতি ছিল বলে
ঘ. কৃষকরা বৈশাখী মেলার আয়োজন করত বলে

উত্তরঃ গ

৪৩. ‘সাবরিনা তার বন্ধুদের সঙ্গে রমনার বটমূলে গিয়ে উৎসবমুখর পরিবেশে পান্তা-ইলিশ খাচ্ছে।’ এ বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে-
ক. পয়লা বৈশাখের
খ. ঈদের
গ. পূজা উৎসবের
ঘ. বিজয় উৎসবের

উত্তরঃ ক

৪৪. পূর্ব পাকিস্তানের মানুষ কীভাবে ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতিফলন ঘটিয়েছে?
ক. নববর্ষ উদ্যাপন করে
খ. ঈদ উদ্যাপন করে
গ. পূজা উদ্যাপন করে
ঘ. বড়দিন উদ্যাপন করে

উত্তরঃ ক

৪৫. আজ স্বাধীন বাংলাদেশের কোন দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে?
ক. ১৫ই আগস্ট
খ. ২১শে ফেব্রুয়ারি
গ. ১লা জানুয়ারি
ঘ . ১লা বৈশাখ

উত্তরঃ ঘ

৪৬. উপমহাদেশ বিভক্ত হয়েছিল কত সালে?
ক. ১৯৩৭
খ. ১৯৪৫
গ. ১৯৪৭
ঘ. ১৯৫০

উত্তরঃ গ

৪৭. পূর্ব পাকিস্তানের কারা ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষভাবে একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ ভরে বাংলা নববর্ষ উদ্যাপন করছে?
ক. কৃষকশ্রেণি
খ. রাজনৈতিক নেতা
গ. সাধারণ মানুষ
ঘ. শিক্ষিত মানুষ

উত্তরঃ ঘ

৪৮. গ্রামবাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র, শহরে কিসের ভিত্তিতে তা গ্রাম থেকে ভিন্ন?
ক. অর্থনৈতিক ভিত্তিতে
খ. রাজনৈতিক ভিত্তিতে
গ. সামাজিক ভিত্তিতে
ঘ. আর্থ-সামাজিক ভিত্তিতে

উত্তরঃ ক

৪৯. ‘স্বাদেশিকতা’ বলতে বোঝায়-
ক. দেশপ্রেমিকতা
খ. নিজের দেশ
গ. স্বদেশী আন্দোলন
ঘ. স্বার্থ ত্যাগ

উত্তরঃ ক

৫০. নববর্ষ উদ্যাপনের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে? [অনু. ২]
ক. উগ্র জাতীয়তা
খ. ঐক্যবোধ
গ. বহুমুখী ভাবনা
ঘ. সাংস্কৃতিক ভিন্নতা

উত্তরঃ খ

৫১. ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে কে শেষবারের মতো ডাক দিয়েছিল?
ক. আকবর
খ. সিরাজদ্দৌলা
গ. সিরাজ সাঁই
ঘ. আবুল ফজল

উত্তরঃ খ

৫২. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন? [অনু. ১]
ক. নওরোজ
খ. জাতীয় উৎসব
গ. অনন্য উৎসব
ঘ. বর্ষবরণ উৎসব

উত্তরঃ ক

৫৩. আবুল ফজলের বলে যাওয়ারও কত আগে থেকে এদেশের জনগণ বাংলা নববর্ষ পালন করে আসছে?
ক. পাঁচ বছর
খ. পঞ্চাশ বছর
গ. সত্তর বছর
ঘ. বহু শতবর্ষ

উত্তরঃ ঘ

পয়লা বৈশাখ বাংলা গল্প-কবীর চৌধুরী

তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ করি। একজন বলেছেন, পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন লিখেছেন পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয়ক্ষেত্রেই এক। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদ্যাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে, বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল, একথা ভাবা অসঙ্গত নয়।

এক সময় গ্রামনগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু-মুসলমান-বৌদ্ধ কি খ্রিস্টান হোক বাংলা নববর্ষের উৎসবে সোসাহে যোগ দিত। পরস্পরের বাড়িতে যাওয়া-আসা, শুভেচ্ছা, বিনিময়, খাওয়া-দাওয়া, নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব, মেলা ও প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। সাড়ে তিনশ’ বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তাঁর ‘আইন-ই-আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। অবশ্য তারও বহু শতবর্ষ আগে থেকে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে।

সম্পূর্ণ পড়ুন 

শেষ কথা

 আশা করছি  এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এখান থেকে পয়লা বৈশাখ গল্পের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। শিক্ষা সংক্রান্ত এই রকম আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। নবম-দশম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন উত্তর এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

পয়লা বৈশাখ বাংলা গল্প-কবীর চৌধুরী বাংলা ১ম পত্র পিডিএফ

PDF মমতাদি গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর বাংলা ১ম পত্র

মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ- এস এস সি

PDF মমতাদি গল্পের MCQ। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর- PDF

মমতাদি-মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা গল্প নবম-দশম শ্রেণি