পদ্মা কবিতার mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ- এইচ এস সি

পদ্মা কবিতার mcq প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পোস্ট টি পড়ুন। এই পোস্টে পদ্মা সেতু কবিতা থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো এখান থেকেই পড়তে পারবেন। নিচের দিকে mcq প্রশ্নের উত্তর গুলো পিডিএফ ফাইল দেওয়া আছে। এগুলো চাইলে পিডিএফ ফাইলে সংগ্রহ করেনিতে পারবেন।

পদ্মা কবিতার mcq

এখানে পদ্মা কবিতার mcq গুলো দেওয়া হয়েছে। এর সাথে সঠিক উত্তর দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা পদ্মা কবিতা থেকে mcq প্রশ্ন পড়তে চান তারা নিচে থেকে দেখেনিন।

১. ‘পদ্মা’ কবিতায় ‘ঢের সমুদ্রের স্বাদ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রচণ্ড লবণাক্ততা
খ. প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়
গ. সামুদ্রিক মাছের প্রাচুর্য
ঘ. সমুদ্রপথে দুর্ঘটনা

উত্তরঃ খ

২. ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে?
ক. কবি
খ. জলদস্যু
গ. পদ্মা
ঘ. নাবিক

উত্তরঃ খ

৩. পদ্মার তরঙ্গভঙ্গে কার বর্ণ পাণ্ডুর হয়েছে?
ক. জলদস্যুর
খ. সংগ্রামী মানুষের
গ. কবির
ঘ. জওয়ানের

উত্তরঃ ক

৪. পদ্মার দুই তীরে কারা লাঙল চালিয়েছে?
ক. জলদস্যুর
খ. সংগ্রামী মানুষ
গ. কবির
ঘ. জওয়ানের

উত্তরঃ ক

৫. জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কী দেখে?
ক. পদ্মার রং
খ. পদ্মার তরঙ্গভঙ্গ
গ. পদ্মার ঘূর্ণি
ঘ. পদ্মার ভাঙন

উত্তরঃ খ

৬. সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া দেখে ভয়ে রোমানের মুখ শুকিয়ে গেল। ‘পদ্মা’ কবিতার কোন চরণটি এই দৃশ্যকল্পের সাথে তুলনীয়?
ক. কেঁপেছে তোমাকে দেখে দলদস্যু-দুরন্ত হার্মাদ
খ. জীবন-মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, নির্ভীক জওয়ান
গ. তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর!
ঘ. বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান

উত্তরঃ গ

৭. দুরন্ত হার্মাদ কীভাবে প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছে?
ক. সমুদ্রপথে চলাচল করে
খ. বাড়ি বাড়ি ডাকাতি করে
গ. পদ্মায় নৌকা ভাসিয়ে
ঘ. বিদেশ ভ্রমণ করে

উত্তরঃ ক

৮. পদ্মা দেখে কারা কেঁপেছে?
ক. চোর-ডাকাত
খ. খুনি-দখলদার
গ. জলদস্যু-দুরন্ত হার্মাদ
ঘ. নাবিক-ক্যাপ্টেন

উত্তরঃ গ

৯. শস্যদানাকে ‘কঠিন শ্রমের ফল’ বলা হয়েছে কেন?
ক. পদ্মার প্রবল স্রোতের কারণে
খ. পদ্মার তীর অনুর্বর বলে
গ. শস্যদানা অত্যন্ত দুর্মূল্য হওয়ায়
ঘ. চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে

উত্তরঃ ঘ

১০. সংগ্রামী মানুষ কেমন শস্যদানা পেয়েছে?
ক. স্বল্প
খ. প্রচুর
গ. যথেষ্ট
ঘ. অপর্যাপ্ত

উত্তরঃ খ

১১. পাহাড়ি পথে গাড়ি চালনার বহু অভিজ্ঞতা থাকলেও বান্দরবানের নিলগিরি পাহাড়ে ওঠার সময় পথের বাঁকগুলো কাজলের বুকে কাঁপন ধরিয়ে দিল। কাজল ‘পদ্মা’ কবিতায় বর্ণিত কোন চরিত্রের সাথে তুলনীয়?
ক. নিৰ্ভীক জওয়ান
খ. সংগ্রামী মানুষ
গ. দুরন্ত হার্মাদ
ঘ. নদী ভাঙনের শিকার মানুষ

উত্তরঃ খ

১২. পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ কী চালিয়েছে?
ক. লাঙল
খ. হাতুড়ি
গ. কুড়াল
ঘ. শাবল

উত্তরঃ ক

১৩. ‘কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু– দুরন্ত হার্মাদ’ -এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে?
ক. কল্যাণময়ী
খ. ধ্বংসাত্মক রূপ
গ. প্রমত্ত রূপ
ঘ. শান্ত রূপ

উত্তরঃগ

১৪. জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে?
ক. আনন্দে
খ. ভয়ে
গ. শিহরণে
ঘ. ঘৃণায়

উত্তরঃ খ

১৫. কঠিন শ্রমের ফল হিসেবে সংগ্রামী মানুষ কী পেয়েছে?
ক. হতাশা
খ. দারিদ্র্য
গ. শস্য
ঘ. সমৃদ্ধি

উত্তরঃ গ

১৬. ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. নৌফেল ও হাতেম
খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা
ঘ. হাতেম তায়ী

উত্তরঃ খ

১৭. ফররুখ আহমদ কীসে বিশ্বাসী ছিলেন?
ক. ইসলামি ঐতিহ্যের পুনরুজ্জীবনে
খ. আরবি সাহিত্যের পুনরুজ্জীবনে
গ. বাঙালি মিথের পুনরুজ্জীবনে
ঘ. বাঙালি সংস্কৃতির পুনরুজ্জীবনে

উত্তরঃ ক

১৮. ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিযুক্ত ছিলেন?
ক. স্টাফ রিপোর্টার
খ. স্টাফ রাইটার
গ. স্টাফ রিডার
ঘ. স্টাফ অফিসার

উত্তরঃ খ

১৯. ফররুখ আহমদ কবি হিসেবে কোন দশকে অভির্ভূত হন?
ক. চল্লিশের দশক
খ. পঞ্চাশের দশক
গ. ষাটের দশক
ঘ. সত্তরের দশক

উত্তরঃ ক

২০. ‘নৌফেল ও হাতেম’ কী ধরনের রচনা?
ক. নাট্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. কাহিনিকাব্য
ঘ. দীর্ঘকাব্য

উত্তরঃ খ

২১. ফররুখ আহমদের কবিতায় প্রধানত কোন বিষয়টির প্রকাশ ঘটেছে?
ক. বাঙালি আদর্শ ও জীবনবোধ
খ সংস্কৃত আদর্শ ও জীবনবোধ
গ. ইসলামি আদর্শ ও জীবনবোধ
ঘ. প্রাকৃত আদর্শ ও জীবনবোধ

উত্তরঃ গ

২২. নিচের কোনটি ফররুখ আহমদের কাব্যগ্রন্থ?
ক. নৌফেল ও হাতেম
খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা
ঘ. হাতেম তায়ী

উত্তরঃ গ

পদ্মা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

২৩. ‘সাত সাগরের মাঝি’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৪২
খ. ১৯৪৪
গ. ১৯৪৬
ঘ. ১৯৪৮

উত্তরঃ খ

২৪. ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার লাভ করেন?
ক. বাংলা একাডেমি পুরস্কার
খ. স্বাধীনতা পুরস্কার
গ. একুশে পদক
ঘ. ইউনেস্কো পুরস্কার

উত্তরঃ ক

২৫. সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ ফররুখ আহমদ কোন পুরস্কারটি পান?
ক. ইউনেস্কো পুরস্কার
খ. পুলিৎজার পুরস্কার
গ. নোবেল পুরস্কার
ঘ. বুকার পুরস্কার

উত্তরঃ গ

২৬. ‘পদ্মা’ কবিতায় পদ্মা মূলত কীসের নাম?
ক. পাখি
খ. নদী
গ. গ্রাম
ঘ. মানুষ

উত্তরঃ খ

২৭. ‘পদ্মা’ কবিতায় জীবনের পথে পথে কী কুড়ানোর কথা বলা হয়েছে?
ক. তিক্ততা
খ. নুড়ি
গ. অভিজ্ঞতা
ঘ. ধুলো

উত্তরঃ ঘ

২৮. নিচের কোনটি ফররুখ আহমদের কাহিনিকাব্য?
ক. মুহূর্তের কবিতা
খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা
ঘ. হাতেম তায়ী

উত্তরঃ ঘ

২৯. ‘হাতেম তায়ী’ কী ধরনের গ্রন্থ?
ক. নাট্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. কাহিনিকাব্য
ঘ. দীর্ঘকাব্য

উত্তরঃ গ

৩০. ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার লাভ করেন?
ক. বাংলা একাডেমি পুরস্কার
খ. স্বাধীনতা পুরস্কার
গ. একুশে পদক
ঘ. ইউনেস্কো পুরস্কার

উত্তরঃ গ

৩১. ফররুখ আহমদ কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ২০শে অক্টোবর
খ. ১৯শে অক্টোবর
গ. ২১শে অক্টোবর
ঘ. ২২শে অক্টোবর

উত্তরঃ খ

৩২. ফরৃরুখ আহমদ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭১
খ. ১৯৭৩
গ. ১৯৭২
ঘ. ১৯৭৪

উত্তরঃ ঘ

৩৩. ফররুখ আহমদ ছোটোদের জন্য কী কী লিখেছেন?
ক. কবিতা ও গান
খ. ছড়া ও কবিতা
গ. ছড়া ও গান
ঘ. ছড়া ও নাটক

উত্তরঃ খ

৩৪. ফর্রুখ আহমদ কোথায় মৃত্যুবরণ করেন?
ক. মাগুরা
খ. চট্টগ্রাম
গ. কলকাতা
ঘ. ঢাকা

উত্তরঃ ঘ

৩৫. সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ ফররুখ আহমদ কোন পুরস্কারটি পান?
ক. ইউনেস্কো পুরস্কার
খ. পুলিৎজার পুরস্কার
গ. নোবেল পুরস্কার
ঘ. বুকার পুরস্কার

উত্তরঃ ক

পদ্মা কবিতার mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

অনেকে পদ্মা কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে চায়। তাদের জন্য এখানে mcq গুলো পিডিএফ ফাইলে দেওয়া আছে। এই পিডিএফ টি নিচে থেকে সংগ্রহ করতে পারবেন। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পারবেন।

পিডিএফ  সংগ্রহ

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  আশা করছি এই পোস্ট থেকে সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

See More:

তাহারেই পড়ে মনে কবিতার mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

তাহারেই পড়ে মনে কবিতা এইচ এস সি- পিডিএফ সংগ্রহ

সেই অস্ত্র কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ

সাম্যবাদী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সাম্যবাদী কবিতার mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ